প্রকাশিত: Thu, Sep 28, 2023 11:02 PM
আপডেট: Wed, May 14, 2025 1:11 AM

[১] বিশ্বকাপ ক্রিকেটে হরদীপ সিং হত্যার বদলা নেওয়ার হুমকি দিলেন খালিস্তানি নেতা

ইকবাল খান: [২] ভারতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩। ১০টি দেশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বুধবার এক বার্তায় ভারতে নিষিদ্ধ শিখ সম্প্রদায়ের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) হুমকি দিয়েছে কানাডায় খালিস্তান আন্দোলনের নেতা শিখ হরদীপ সিং নিজ্জার হত্যার বদলা বিশ্বকাপের আসরে নেওয়া হবে। ওই সংগঠনের নেতা গুরপতবন্ত পান্নুন এক বার্তায় এই হুমকি দিয়ে বলেছেন, ৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ওই বদলা নেওয়া হবে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্র: ক্রিকট্যাকার অনলাইন।

[৩] গুরপতবন্ত পান্নুনের ইংরেজিতে দেওয়া ওই বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। পান্নুন বলেন, ‘শহীদ নিজ্জারের হত্যার বদলা আমরা নেব। বুলেটের জবাব দেবে আমাদের ব্যালট।’ পান্নুন ভারতে ১৬টি গুরুতর ফৌজদারি মামলার আসামি। সম্প্রতি পাঞ্জাবে তাঁর বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সরকার ওই ব্যবস্থা নেওয়ার পরেই তাঁর এই অডিও বার্তা ভাইরাল হয়। নিহত নিজ্জারের সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্স’ পান্নুনের দল ‘এসএফজে’র মতাদর্শ প্রচারের দায়িত্বে ছিল। ভারতে এই দুই সংগঠনই নিষিদ্ধ।




[৪] ওই বার্তায় বলা হয়েছে, ভারত ও মোদি সরকার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অপমান করেছে। পান্নুন বলেছেন, এসএফজে এর বদলা নেবে। ভারতকে ফল ভোগ করতে হবে। ‘এক্স’ হ্যান্ডেল (সাবেক টুইটার) মারফত পান্নুন ওই অডিও বার্তা বুধবার প্রচার করেছেন। বার্তায় তিনি বলেছেন, ভারত অটোয়ার দূতাবাস বন্ধ করে কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিক।

[৫] নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ নিজেই তুলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সে দেশের পার্লামেন্টে এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। যদিও ভারত তা পুরোপুরি অস্বীকার করেছে। ট্রুডো ভারতকে তদন্তে সহযোগিতা করতে বলেছে। ভারত অবশ্য বলেছে, কানাডা নিজ্জার হত্যাসংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ তাদের দিক।